সালাম শব্দটি আরবি । বাংলা অর্থ শান্তি , প্রশান্তি , দোয়া, কল্যাণ , শুভকামনা, নিরাপত্তা বা নিরাপত্তা দেওয়া ইত্যাদি । ইসলামের সালাম সম্ভাষণ শুধু বাহ্যিকভাবেই নয় বরং আত্মিক সুসম্পর্ক মজবুত করনে অতুলনীয়।
‘আসসালামু আলাইকুম’
বাক্যটির
বাংলা
অর্থ
আপনার
উপর
শান্তি
বর্ষিত
হোক। মুসলমানের পরস্পরের সাথে দেখা হলে কোনো কথা বলার অগে এ বাক্য বলা সুন্নাত। আর ‘ওয়ালাইকুমুস্ সালাম’ বলে উত্তর দেওয়া ওয়াজিব।
কীভাবে অপর ভাইয়ের উপর শান্তি বর্ষিত হবে?
মনে করেন আপনি আপনার বন্ধুকে একটি ম্যাসেজ
( আসসালামু
আলাইকুম
ওয়া
রহমাতুল্লাহ)
পাঠাবেন। ম্যাসেজটি আদান-প্রদান করতে হলে যা যা প্রয়োজন হবে- দু’টি মোবাইল , দু’টি নম্বর,
ম্যাসেজ
অপশন,
দু’টি মোবাইলকে সংযোগ দেওয়ার জন্য সচল মোবাইল টাওয়ার। ম্যাসেজটি আপনার মোবাইলে লিখলেন > যাকে পাঠাবেন তার মোবাই নম্বর নির্ধারণ করলেন
>
সেন্ড
বা পাঠালেন
মাঝখানে সংযোগ
স্থল ‘টাওয়ার’
এই জন্য আমার সম্মুখে যে ভাই আমার সালাম শুনেছেন তাঁর জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। কেউ কাউকে নিরাপত্তা দিলে নিরাপত্তা দানকারীকে নিরাপত্তা দেওয়া অবশ্য কর্তব্য। অর্থাৎ যিনি সালাম দিয়ে সকল ধরনের নিরাপত্তা দিলেন সালাম শ্রবণকারীও ‘ওয়ালাইকুমুস সালাম’
বলে
ঘোষণা
দিচ্ছেন
যে , আমার
হাত, পা, চোখ, চিন্তা
ও কলম
ইত্যাদি
দ্বারাও
আপনার
কোনো
ক্ষতি
হবে
না। অর্থাৎ আমার কাছে আপনি নিরাপদ।এখন উভয়ের মধ্যে শান্তি নামক ম্যাসেজটি আদান-প্রদান হবে।অর্থাৎ উভয়ের মধ্যে শান্তি বর্ষণ হবে বা শান্তি বিরাজ করবে।
এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার মুসলিম ভাইয়ের কল্যাণ কামনার প্রথম সূত্র হচ্ছে সালামের মাধ্যমে নিরাপত্তা বিধান করা। সালামের এই গভীর তাৎপর্যটি উপলব্ধি করে পরস্পরে সালাম বিনিময় করলে সমাজের সকল স্তরে শান্তি বিরাজ করবে। ইনশাআল্লাহ।
Coin Casino UK Review - Is It Worth Playing at the
ReplyDeleteCoin Casino UK offers a welcome bonus up kadangpintar to £1000 at casino sites. 제왕카지노 Learn how to get 인카지노 it here and make a first deposit at the best online casino